সরকারি খাস জমি বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ মোস্তফা গ্রুপের মালিকানাধীন ভবনের পেছনের খাস জায়গা বিগত সরকারের আমলে এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ মিয়াদী বন্দোবস্তি নেয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তিনি ওই জায়গায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ও গ্রহণ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট এলাকার জনগণের মন্তব্য হলো, ওই জায়গায় বহুতল ভবন নির্মাণ করা হলে পানি চলাচল ব্যাহত হবে এবং জনগণ দূর্ভোগের সম্মুখীন হবেন।

এ প্রসঙ্গে গত ১৬ মার্চ বিকেলে বটতলী মোটর ষ্টেশনস্থ হালাল ডাইন রেষ্টোঁরেন্ট মিলনায়তনে ভূক্তভোগী প্রতিষ্ঠান ও জনগণের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তফা গ্রুপের পক্ষে লিগ্যাগ এডভাইজার এডভোকেট ফারুক উদ্দিন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, উল্লেখিত জায়গাটি জনস্বর্থে কাকে ও দীর্ঘ মিয়াদী বন্দোবস্তি না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। যেহেতু, ওই জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচল ব্যাহত হয়ে জনদূর্ভোগ বৃদ্ধি পাবে। তাই এলাকাবাসীর স্বার্থে উক্ত জায়গা বন্দোবস্তি প্রক্রিয়া বাতিল করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন বলে তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান জানান, খাস জায়গা বন্দোবস্তি দেয়ার এখতিয়ার জেলা প্রশাসকের। তিনি বলেন, তদন্তপূর্বক উক্ত খাস জায়গার একটি রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে এলাকার ভূক্তভোগী প্রতিষ্ঠানের মালিকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন