মুক্তিযুদ্ধের মহান বিজয়ের ৫০বছরে ইতিহাসের সোনালী মাইল ফলকে মাতৃভূমি বাংলাদেশ। নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, নিজেদের একটি ভূখন্ডে নিজেদের তৈরী শাসনতন্ত্রে মাটির বুকে সোনা ফলানো সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মহান জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শত লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতীক্ষা ও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণ পণ যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা ও বিজয়ের গৌরব আমরা অর্জন করেছি, তার ৫০বছর পূর্ণ হল । জাতির পিতার কন্যা আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তলা বিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছি। যতদিন আমাদের উন্নয়নের নেত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন অদম্য গতিতে এগিয়ে যাবে দেশের উন্নয়ন। দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ, আধুনিক, উন্নত সোনার বাংলা। আজ এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে জানাই বিনশ্র শ্রদ্ধা। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা ও বিজয় পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের মহান শহীদ ও বীর সেনানী, সম্ভ্রম হারানো মা বোনেদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করি।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫০ বছরে ১৬ডিসেম্বর গতকাল বহষ্পতিবার মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম উপরোক্ত কথা গুলো বলেন। আব্দুল খালেক সওদাগর এর সভাপতিত্বে ওসমান গনী ও আজম খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, নুরুল ইসলাম, সোলায়মান চৌধুরী, অলিদ চৌধুরী, জমির উদ্দিন, ইউনুছ চৌধুরী, হানিফ খান, মো. সোলেমান, শেখ আহমদ যুবলীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, মো. সরোয়ার, মো. কফিল উদ্দিন, মো. শফি, মো. পারভেজ, মো. আরজু, মো. খোকা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইছাক, মো. হোসেন, মো. জাফর, শহীদুলাহ কায়ছার, মো. ফারুক, মো. গিয়াসউদ্দিন, রানা মজুমদার, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সুরুজ, মোস্তফা কামাল, মুন্না, তৈহিদ, কায়ছার, সিফাত প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি