সমাজসেবিকা মলিনা সেন আর নেই

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : ফেনী জেলার অন্তগর্ত ছাগলনাইয়ার জয়পুর গ্রামের নিবাসী
মহেশ সেনের বাড়ির মৃত কান্তি লাল সেন এর সহধর্মিনী সমাজসেবিকা মলিনা সেন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে ৩ জন নাতিন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

স্বর্গীয়া মলিনা সেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, পত্রিকা সংশ্লিষ্ট বার্তা সম্পাদক, সহ সম্পাদকসহ পত্রিকা পরিবার, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।

তার অন্ত্যেষ্টিক্রিয়া নগরীর বলুয়ার দীঘি শ্মশানে সম্পন্ন হয়।

0Shares

নিউজ খুজুন