সদরঘাট থানা ছাত্রলীগ এর নবগঠিত কমিটির আনন্দ মিছিল

সদরঘাট থানা ছাত্রলীগ এর নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক আদিত্য দাশ জয়, যুগ্ন আহ্বায়ক পৃথ্বীরাজ ভট্টাচার্য,ইফাত আলী ফারহান,মিজান উদ্দীন বাপ্পী,সৌরভ বড়ুয়া,ইরফান উদ্দীন,সালমান চৌধুরী,মো.সাঈদ হোসেন ইমন,মো.হাসান বিন ইব্রাহিম,কুশল দাশ,ইফতেহার আহমেদ মামুন,জিহান আহমেদ মুন্না,আতিকুর রহমান তুষার এবং সদস্য স্বপ্নীল চক্রবর্ত্তী,রবিউল হোসেন শুভ,হৃদয় দাশ,ধ্রুব নাথ,অমর্ত্য চৌধুরী পার্থ,মো.আবির হোসেন,মুসফিকুর রহমান,নাদিম হৃদয়,ইরফাত হাসান মুন্না,শাহনেওয়াজ আল সাহবা,হুমায়ুন আরশাদী নাবিদ,মো.আবির নেওয়াজ রোমী,রায়হান ইমন,এনায়েত খান,শাহারিয়ার খান অপুর্ব সহ ৩১নং ওর্য়াড ছাত্র সংগঠক নিলয় চৌধুরী শুভ,হৃদয় সেন প্রমুখ।

0Shares

নিউজ খুজুন