নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের প্রয়াত নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ ২০ জানুয়ারি এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, আতাউর রহমান খান কায়সার, ইসহাক মিয়া, এম এ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং কাজী ইনামুল হক দানুর কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত ও মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সমবেতদের উদ্দেশে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রয়াত নেতারা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ত্যাগ স্বীকার করে চট্টগ্রামে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিলেন। অন্যায় ও অসত্যকে তারা কখনোই পরোয়া করেননি, প্রতিকূল সময়ে পরাভব মানেননি। তাঁরা একটি প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট ছিলেন। তাদের পথ ধরেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, সংসদ সদস্য এম এ লতিফ, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ নেতৃবৃন্দ।