দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ ১০ আগষ্ট চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, জামালখান এলাকার আশে পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। জনসমুদ্রে পরিণত হয়ে ওঠে এই এলাকাগুলো।
সমাবেশে শিশু, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সহ বিভিন্ন শ্রেনী পেশার সংখ্যালঘুরা মানুষ জাতীয় পতাকা, কালো পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের প্রতিবাদ করেন এবং বৃহত্তর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশের এই স্থানে সরজমিনে দেখা যায়, সনাতনী সম্প্রদায়ের লোকজন তুমি কে আমি কে, সনাতনী সনাতনী; আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না; আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; সনাতনীদের লড়াই থামবে না, থামবে না, এসব স্লোগানের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে।