শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন- সিবিএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এর সাথে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ নেতৃবৃন্দ

গত ২৭ নভেম্বর ২০২১ শনিবার, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার সরকারি সফরে চট্টগ্রামে অবস্থানকালে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি ১৮৩৩) সিবিএ নেতৃবৃন্দ মহাপরিচালক মহোদয়ের সহিত সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন- সিবিএ সভাপতি জনাব সাদিকুর রহমান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এ শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের একমাত্র সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্তি মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ সম্পর্কে মহাপরিচালকে অবহিত করেন। তাছাড়া সেক্টরে চলমান দ্বি-পাক্ষিক চুক্তি নামা নিষ্পত্তি এবং শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মহাপরিচালক মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন সি বি এ সাধারণ সম্পাদক জনাব মোঃ হামিদুর রহমান, অর্থ-দপ্তর সম্পাদক জনাব মোঃ আইয়ুব। মহাপরিচালক মহোদয়ের সাথে শ্রম দপ্তর চট্টগ্রাম এর পরিচালক জনাব এস এম এনামুল হক, জনাব মোঃ শাব্বির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন