শ্যামা পূজা ও দীপাবলি আলো ও সাধনার এক অনন্য সংযোগ

নিজস্ব প্রতিবেদক : আজ অমাবস্যার রাত—অন্ধকারের মাঝেই জ্বলে ওঠে প্রদীপের আলো। চারদিকে দীপাবলির উজ্জ্বলতা, আর বাংলার ঘরে ঘরে মা কালী পূজার আয়োজন। এই দুই উৎসবের সংযোগ যেন একেই বার্তা দেয় আলো জয়ী হোক অন্ধকারের উপর, শুভ শক্তি জয়ী হোক অশুভের উপর।

বাংলায় দীপাবলির সমার্থক উৎসব হলো শ্যামা পূজা। ভক্তরা বিশ্বাস করেন, আজকের এই নিশীথে মা কালী নেমে আসেন মানব হৃদয়ে শক্তি, জ্ঞান ও মুক্তির আশীর্বাদ নিয়ে। শহর থেকে গ্রাম—সর্বত্রই সাজানো মণ্ডপ, ঢাকের বাদ্য, প্রদীপের আলো আর ধূপের গন্ধে পূর্ণ এই রাত এক অন্য আবেশ তৈরি করে।

দীপাবলি মানেই আনন্দ, রঙ, আলো আর নতুন সূচনা। ব্যবসায়ীরা করেন লক্ষ্মী পূজা, ঘরে ঘরে আলোকসজ্জা, আর পরিবারে ভাগাভাগি হয় মিষ্টির থালা। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন রাবণকে পরাজিত করে, তাই শহর ভরে ওঠে হাজার প্রদীপে।

শ্যামা পূজার গাঢ় সাধনা ও দীপাবলির ঝলমলে উল্লাস দুইয়ের পথ আলাদা হলেও গন্তব্য এক। উভয়েই শেখায়, অন্ধকার কখনও স্থায়ী নয়। বিশ্বাস, ভালোবাসা ও আলোর পথেই মুক্তি।

 

0Shares

নিউজ খুজুন