নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আয়োজিত হল পথ শিশুদের সাথে মতবিনিময় সভা ও চাল বিতরণ কর্মসূচি।
আজ ১৩ আগষ্ট নগরীর কোতোয়ালি থানাধীন রেল স্টেশন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
এসময় তিনি উপস্থিত পথশিশুদের সাথে মত বিনিময় করেন ও তাদের অভাব অভিযোগের বিষয়ে জানতে চান। কোমলমতি মনের শিশুরা তাদের অভিভাবকের কাছে বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরে। তিনি তাদের সমস্যার কথা শুনে তার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে পথশিশুদের মাঝে চাল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ