নিজস্ব প্রতিবেদক : বাশঁখালী উপজেলার শীলকূপ গ্রামের নিবাসী প্রয়াত ঋষিকেশ বড়ুয়ার সহধর্মিণী ও ঐতিহ্যবাহী বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের ধার্মিক উপাসিকা বনলতা বড়ুয়া ২৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ছিলেন। মৃত্যুকালে ২ছেলে, ২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত বনলতা বড়ুয়া এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানান দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী বার্তা সম্পাদক, সহ সম্পাদকসহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শীলকূপ জনকল্যাণ সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটি সহ ধর্মীয় প্রতিষ্ঠান।
শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে একজন ধর্মীয় ধার্মিক ছিলেন। ধর্ম চর্চা ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।
তার অনিত্য সভা ২৬ অক্টোবর বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ জ্ঞানদয় বিহারে সম্পন্ন হওয়ার কথা রয়েছে ।