শিশু একাডেমিতে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকীর আলোচনা সভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবাষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২৬ মে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক আতিয়া চৌধুরী। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপর আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে দুই কবির জন্মবার্ষিকী উপলক্ষে ২১ মে একাডেমিতে অনুষ্ঠিত গ্রুপ ভিত্তিক আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। আবৃত্তি প্রতিযোগিতার বিষয় ছিল-‘ক’ গ্রুপে শিশু-৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমাদের ছোট নদী’, ‘খ’ গ্রুপে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় কবি নজরুল ইসলাম রচিত ‘সংকল্প’, ‘গ’ গ্রুপে ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় কবি নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল-‘ক’ গ্রুপে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর’ ও ‘খ’ গ্রুপে ৭ম-১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’। সবশেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠান মঞ্চে দলীয় নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন।

0Shares

নিউজ খুজুন