নিউজ চাটগা ডেক্স : শু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ)এর উদ্যোগে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বিবিএফ বাস্তবায়িত লোকাল রাইটস্ প্রোগ্রাম-এলআরপি’র আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ে শিশু, যুব, শিশুর অভিভাবক এবং স্থানীয় জন প্রতিনিধি এবং অংশীজনদের সমন্বয়ে শিশুশিক্ষা, বাল্য বিবাহ এবং শিশুশ্রম বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর আয়োজিত উক্ত সংলাপে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯নং ও ৩৫ নং ওয়ার্ডের মোট ৭০জন শিশু, যুব এবং তাদের অভিভাবকরা অংশগ্রহন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নূরুল আলম মিয়া’র সভাপতিত্বে আয়োজিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নাহার দোভাষ বেবী। আরও উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো: আরমান, ৩৫ নং ওয়ার্ড নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেশমা আকতার ও সদস্য অশোক কুমার, দৈনিক আমাদের চট্টগ্রাম এর চীফ রিপোর্টার মুজিবউল্লাহ এবং স্থানীয় সংগঠক মো: জসিমউদ্দিন। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বিবিএফ এলআরপি’র প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলী এবং উক্ত কার্যক্রম সমন্বয় করেন সংস্থার স্পন্সরশীপ অফিসার বিষুচক্রবর্তী ।
সংলাপে শিশু, যুব এবং অভিভাবকগণ শিশুশিক্ষা, বাল্য বিবাহ এবং শিশুশ্রম বিষয়ে এলাকার বর্তমান পরিস্থিতি ও তাদের পর্যবেক্ষণ তুলে ধরে প্রাথমিক শিক্ষার পর শিশুদের ঝরেপড়া রোধে মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে অধ্যয়ন সুবিধা বর্ধিতকরন, শিশুদের শ্রমে নিয়োজিত না করা, ব্যবসায়ী এবং অভিভাবকদের সংবেদশীল করা এবং বাল্য বিবাহ রোধে জন্ম নিবন্ধন এর সঠিক লিপিবদ্ধকরন বিষয়ে আশু পদক্ষেপ গ্রহনের পরামর্শ প্রদান করেন। অপরদিকে উপস্থিত কাউন্সিলরগণ সহ অন্যান্য অতিথিগণ মাধ্যমিক পর্যায়ে শিশুদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখতে স্থানীয় পর্যায়ে বিদ্যালয়সমূহ, সিটি কর্পোরেশন স্কুল এবং মাদ্রাসাসমূহের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সাথে আলোচনার অঙ্গিকার প্রদান করেন। তারা আরও বলেন বাল্য বিবাহ এবং শিশুশ্রম নিরসনে পারিবারিক পর্যায়ে অভিভাবকদের সচেতনতা পালন করতে পারে মূখ্য ভূমিকা এছাড়াও দায়িত্ববাহকগণ যুবদের সমন্বয়ে উল্লেখিত সমস্যাগুলোর পাশাপাশি সামাজিক অন্যান্য সমস্যাগুলোকে চিহ্নিতকরণ এবং আশু উদ্যোগ গ্রহনের জন্য ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন এবং সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সংলাপ পরবর্তীতে শিশু শিক্ষার প্রয়োজনীয়তা, বাল্য বিবাহের কুফল এবং শিশুশ্রমের ক্ষতিকর দিকগুলোকে উপস্থাপনের মাধ্যমে বিবিএফ’র শিশুরা একটি নাটিকা প্রদর্শন করে। একশনএইড বাংলাদেশ এর ইন্সপায়েরেটর নাদিরা তুলি, বিবিএফ’র প্রজেক্ট অফিসার আবুল কালাম আযাদ, সহায়ক আশরাফুল আলম, আনাস সাজিদ, পিপাসা আকতার ও ফরিদা আকতার পথনাটক গ্রন্থনা, নির্দেশনা ও ব্যবস্থাপনায় ছিলেন।
উল্লেখ্য, ব্রাইটবাংলাদেশ ফোরামচট্টগ্রামসিটিকর্পোরেশনের ১৯ ও ৩৫ নংওয়ার্ডে একশনএইডবাংলাদেশ এরসহযোগিতায়পিছিয়েপড়াজনগোষ্ঠীদেরমাঝেশিশুঅধিকারসমুন্নতকরণ, যুবউন্নয়ন, নারীরক্ষমতায়নএবংসংশ্লিষ্ট সেবাপ্রদানকারীসরকারি ও বেসরকারিসংস্থা সমূহকেসংবেদশীলকরারলক্ষ্যে লোকালরাইটস প্রোগ্রাম তথা “এডভান্স প্রোগ্রাম ফর ইমপ্রুভ্ড লাইফস্টাইল অব দ্য আরবান পুওর” (এপিলাপ) প্রকল্প বাস্তবায়ন করছে।