নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া থানার অন্তরগত কাঞ্চনা গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবিকা হাসিমপুর এম,এ,কে, ইউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ঝর্ণা শর্ম্মা গত ৮ জানুয়ারী রাত ১০টায় নগরীর মেক্স হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে স্বামী, ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ ন্যাশানাল এষ্ট্রলজার্স এর মহাসচিব এবং সৃজন সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা, রাঙ্গুনীয়া পদুয়া কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা জ্যোতিষ সলিল আচার্যের সহ-ধর্মীনির বড় ভাই শিক্ষক সুকান্ত শর্ম্মার স্ত্রী, তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশন জানিয়ে বিদেহী আত্মার সদগতি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ ন্যাশানাল এষ্ট্রলজার্স-এর প্রেসিন্ডেট অধ্যক্ষ এ,আর, আচার্য্য, আরো শোক প্রকাশ জানান নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, সৃজন সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক লায়ন এ,কে, জাহেদ চৌধুরী, সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ এবং রাঙ্গুনীয়া পদুয়া পূজা পরিষদের সভাপতি সুজন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।