বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। নগরীর আন্দরকিল্লাস্হ শিক্ষক ভবন মিলনায়তনে দেশের পেশাজীবীদের বৃহত্তর সংগঠন শতবর্ষীয় ঐতিহ্যবাহী বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার আওতাধীন পাঁচ জেলার কাউন্সিলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মো. ওসমান গনীকে সভাপতি ও শিমুল কান্তি মহাজনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নির্বাচিত অন্যান্য নেতৃবৃদের মধ্যে সহ সভাপতি সৃষ্টিব্রত পাল,আবু তাহের চৌধুরী, আবুল কালাম, এমরান হোসেন, মো. কামাল উদ্দিন, খোকন চক্রবর্তী, ফরিদা বেগম,নাসির উদ্দিন আহমেদ,স্বপন সাহা,হাবিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাজ মিয়া,মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত,সহ সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, অর্থ সম্পাদক সঞ্জীব কুসুম চৌধুরী, দপ্তর সম্পাদক প্রণতোষ নাথ, সহ দপ্তর সম্পাদক মানস কুমার দাশগুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার বেগম,সহ প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শ্যামল দে,সহ সমাজকল্যান সম্পাদক মো. দিদারুল আলম,সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক ভানু রাণী দে,শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. জানে আলম, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক বরুণ চক্রবর্তী,মহিলা সম্পাদিকা মনিকা সেন,সহ মহিলা সম্পাদিকা শক্তি চৌধুরী, সদস্য রণজিৎ কুমার নাথ, নুরুল হক ছিদ্দিকী,ফিরোজ চৌধুরী, মো. জাকের হোসেন, তাপস চক্রবর্তী, এ এইচ এম সৈয়দ হোসেন, রবি রঞ্জন চাকমা,উতংক মনি চাকমা,সৈয়দ আহসান উদ্দীন, নুরুল কবির,তাহেরুল ইসলাম, মো. আলী,মো. ইউসুফ, এম এইচ ওয়াইজ উদ্দিন, মো. ছবুর,মো. ইরফান চৌধুরী, তাপস কুমার ঘোষ,দিপক কান্তি চৌধুরী, নারায়ন চন্দ্র সেন,কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মো. এহসান,অজিত ধর,মো. মামুন,আবদুল গাফফার,মো. হোসাইন, আবদুল মালেক,শতদল তালুকদার, মাখন দাশ,সমীরণ কুমার নাথ,মুক্তিসাধন বড়ুয়া, দিদারুল আলম,আলী নেওয়াজ,চৌধুরী ইমামউদ্দীন নুরী, খোরশেদুল আলম,আশীষ কুমার পাঠক,জহরলাল দেব নাথ,আবু সালেক,পরম কান্তি দাশ,দেবল বড়ুয়া, অসীম কুমার চৌধুরী, আবু মো. হাসান চৌধুরী প্রমুখ।