জাতীয় শিক্ষক দিবস উদযাপন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন উপলক্ষ্যে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক, শিক্ষিকারাই আদর্শের রোল মডেল। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান থেকে বঞ্চিত হন বা সংসার নিয়ে টানাপোড়েনে থাকেন, তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব নয়।
শিক্ষক-শিক্ষিকারা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেকে একজন রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সেই ধরনের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটি পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। তবে “সংস্কার নাকি নির্বাচন?” এই প্রশ্ন নিয়ে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত তর্ক করার অপচেষ্টা করছে। আমরা যদি দেশের বর্তমান পরিস্থিতি দেখি, তাহলে বাস্তবতা একেবারে ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন বা সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সংসার চালানো।
একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সংসার টিকিয়ে রাখা অনেক ক্ষেত্রেই দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার
রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই।