শাহ মোহছেন আউলিয়া মাজার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করলেন সাবেক মেয়র মনজু

আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার শরীফ পুনঃনিমাণ কাজ ফলক উন্মোচন, মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম। ২৪ মার্চ প্রথম রমজান খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরী (র.) খোশরোজ দিবস জুম্মাবার বাদে জুমা এ আউলিয়ার মাজার শরীফ নির্মাণ কাজের উদ্বোধন করা হল। আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে অত্র মাজার শরীফ নির্মিত হবে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে আশেকান ও ভক্তদের এক অনুষ্ঠান হযরত শাহ মোহছেন আউলিয়া মাজার ও ওয়াকফ এস্টেটের পরিচালনা কমিটির মোতওয়ালী আলহাজ্ব এসএম ফজলুল করিম সভাপতিত্ব করেন। ভক্ত ও আশেকানদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ নিজামুল আলম, পরিচালক আলহাজ্ব সরোয়ার আলম, আলহাজ¦ ফারুক আজম, আলহাজ¦্ সাইফুল আলম, এইচ এম স্টীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী ইয়াকুব নবী। আরো বক্তব্য রাখেন সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর, মোতোয়াল্লী আলহাজ্ব এসএম জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, শামসুল আলম, মাস্টার আবু তাহের, সৈয়দ মোহাম্মদ ইউনুচ রজভী ও বাদশা আলম। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াজেদ। আশেকান ভক্তদের সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম বলেন, আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ট্রাস্টের মাধ্যমে মাইজভা-ারী শরীফের শাহী ডেক স্থাপন, মসজিদ নির্মাণ, গেইট নির্মাণ, মিনার নির্মাণ, বিশ্রামাগার নির্মাণ ও আলোবাতির ব্যবস্থাসহ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা শেরে বাংলা (র.) মাজার শরীফ, মনছুর আলী শাহ (র.) মাজার শরীফ সহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। অলিয়ে কামেল হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার নির্মাণ করার সুযোগ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি আশা করেন আগামী ০৫ আষাঢ়ের মধ্যে মাজার শরীফ নির্মাণ শেষে উদ্বোধন করা সম্ভব হবে। তিনি তার কাজের সকলের সহযোগিতা কামনা করেন। আজ রমজানের ১ম দিনে সাবেক মেয়র এম. মনজুর আলম তাঁর এইচএম বাসভবনে তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। পরে তিনি এতিমখানার ৪০জন এতিম শিক্ষার্থীর হাতে ঈদ বস্ত্র, পায়জামা, পাঞ্জাবী ও টুপি উপহার তুলে দেন।

0Shares

নিউজ খুজুন