শহীদ শেখ রাসেলের ৫৯তম জম্মদিন পালিত

দৈনিক নিউজ চাটগাঁ ডক্সে : জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জম্মদিন পালিত হয়। উক্ত জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়। কর্মসূচির মধ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল, পুস্প স্তবক অর্পন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তহেরা ফেরদৌস বেগম এবং সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডঃ গিয়াস উদ্দিন তালুকদার । আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন