একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক বেগম মুশতারী শফী ২০ ডিসেম্বর বিকেল চারটায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ জায়া মুশতারী শফীর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী শোক প্রকাশ করে বলেন, “মুশতারী শফীর চট্টগ্রামের সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। জাহানারা ইমামের মৃত্যুর পর মুশতারী শফীর বলিষ্ঠ নেতৃত্বে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল। তিনি ষাটের দশক থেকেই নারী মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর স্বামী ডা. মোহাম্মদ শফী এবং ছোট ভাই এহসানকে পাকিস্তানের সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য তাকে বাংলা একাডেমি কর্তৃক ২০১৬ সালে ‘ফেলোশিপ’ প্রদান করা হয়। সর্বশেষ তিনি উদীচী চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে কেবল চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অপূরনীয় ক্ষতি৷ “