শপথ নিলেন চট্টগ্রামের ২২ ইউপি চেয়ারম্যান

আনোয়ারা ও পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা আজ ১০ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন । তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আনোয়ারা ও পটিয়া উপজেলা চেয়ারম্যনগণ।
মামলা জটিলতায় পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেমকে ও অসুস্থতার কারণে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরীকে শপথবাক্য পাঠ করানো হয়নি।

0Shares

নিউজ খুজুন