ল অন এডভোকেট : ৪র্থ পর্ব-আইনজীবীর অবস্থান,কর্তব্য ও জবাবদিহিতা

মক্কেলের প্রতি আচরণ।
———————————
১।একজন আইনজীবী নালিশী সম্পত্তি বা বিষয়ে মক্কেলের স্বার্থের প্রতিকুলে কোন কিছু অর্জন করিতে পারিবেন না।
২।বর্তমান মক্কেল কিংবা পুরাতন মক্কেলের মামলা পরিচালনাকালে একজন আইনজীবী যদি মামলাসংক্রান্ত কোন গোপনীয় তথ্যাদি সম্বন্ধে অবগত হইয়া থাকেন, তবে উক্ত আইনজীবী উক্ত তথ্য নির্ভর কোন মামলায় উক্ত মক্কেলের বিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োজিত পারিবেন না। তবে শর্ত থাকে যে,কোন আইনজীবী ইতিপূর্বে উক্ত মামলায় নিয়োগপ্রাপ্ত না হইয়া থাকিলে এবং কোন ফি কিংবা সম্মানী গ্রহন না করিয়া থাকিলে তাহার প্রতি এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হইবে না।
৩।একজন আইনজীবী মক্কেলের প্রতিপক্ষের সঙ্গে তাঁহার ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্টতা(যদি থাকে) তাহা প্রকাশ না করিয়া উক্ত মক্কেলের আইনজীবী হিসাবে নিয়োজিত হইতে পারিবেন না।
৪।একজন আইনজীবী পরস্পর বিরোধী কোন ব্যাপারে কোন মক্কেলের প্রতিনিধিত্ব করিতে পারিবেন না।
চলমান——

লেখক : এডভোকেট আবুল হাশেম

ডেপুটি এর্টনি জেনারেল, বাংলাদেশ

0Shares

নিউজ খুজুন