(আইনজীবী প্রথা,আইন ও নজির)
আইনজীবীর অবস্থান,কর্তব্য ও জবাবদিহিতা
পেশাগত আচরণ ও বিধিমালা- অধ্যায়-১।
আইনজীবীদের পারস্পরিক আচরণ।
—————————————————
১। স্বীয় পেশা এবং পেশার সদস্য হিসেবে নিজের ও সহকর্মীদের মর্যাদা ও গুরুত্ব সর্বদা সমুন্নত রাখা প্রত্যেক আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য।
২।একজন আইনজীবী বিজ্ঞাপন কিংবা অন্য কোন উপায়ে পেশাগত নিয়োগ কিংবা দায়িত্ব লাভের চেষ্টা করিতে পারিবেন না।উল্লেখ্য যে,অত্র বিধি পেশাগত কার্ড কিংবা নামফলক তৈরী কিংবা কোন নির্দেশকার প্রথাগত তালিকায় নাম অর্ন্তভূক্তকরণে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করিবে না যতক্ষণ পর্যন্ত উক্ত মাধ্যমসমুহে প্রদত্ত তথ্যাবলী পেশা ও শিক্ষাগত যোগ্যতা এবং কোন জন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার বিবরণের মধ্যে সীমাবদ্ধ থাকিবে।
৩।একজন আইনজীবী পেশাগত নিয়োগ কিংবা দায়িত্ব লাভের উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তিকে নিয়োগ কিংবা অর্থ প্রদান করিতে পারিবেন না কিংবা পেশাগত দায়িত্ব পালন কিংবা কোন আনুষঙ্গিক কার্যক্রমের ফলে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ কোন লাইসেন্সবিহীন ব্যক্তির সঙ্গে ভাগ বাটোয়ারা করিতে পারিবেন না কিংবা উক্তরূপ কোন ব্যক্তিকে আইন পেশা পরিচালনায় কোনরূপ সহযোগিতা করিতে পারিবেন না,কিংবা কোনরূপ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা করিতে পারিবেন না কিংবা উক্ত লাইসেন্সবিহীন ব্যক্তির প্রাস্তবিত কোন দায়িত্ব পালন করিতে পারিবেন না।
৪। একজন আইনজীবী প্রতিপক্ষের প্রতিনিধিত্ব
আইনজীবীর অনুপস্থিতিতে কিংবা সম্মতি ব্যতিরেকে কোন বিরোধপূর্ণ বিষয়ের তথ্য প্রতিপক্ষের নিকট প্রকাশ করিতে পারিবেন না।
লেখক : এডভোকেট আবুল হাশেম
ডেপুটি এর্টনি জেনারেল, বাংলাদেশ
পাঠক সংখ্যাঃ ৬১
0Shares