লোহাগাড়া বটতলী শহর পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :উপজেলা সদর লোহাগাড়া বটতলী শহর পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠিত হয়েছে।

উক্ত কমিটির সদস্য সংখ্যা ২৪ জন। তন্মধ্যে অধ্যাপক ডাঃ জালাল আহমদ’কে কো-অর্ডিনেটর, মাওলানা কাজী নুরুল আলম;কে আহবায়ক, যুগ্ম আহবায়ক পদে মাওলানা আবদুল গণি, মাওলানা আখতারুল কামাল, শহীদুল আলম ও আবু তালেব রুবেল এবং সদস্য সচিব পদে সরওয়ার আকতার, যুগ্ম-সদস্য সচিব পদে নাছির উদ্দীন বাবুল ও সহ-সদস্য সচিব পদে মোহাম্মদ পেয়ারু মনোনীত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম।

0Shares

নিউজ খুজুন