লোহাগাড়া প্রেসক্লাব’র নেতৃবৃন্দ সংবর্ধিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানিয়েছে বহুল পরিচিত সামাজিক সংগঠন “তারুণ্যের লোহাগাড়া’র” নেতৃবৃন্দ। ৩ নভেম্বর দুপুরে স্থানীয় আভিজাত মাশাবি রেস্টুরেন্ট মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন “তারুণ্যের লোহাগাড়া’র” সভাপতি ফরহাদুল ইসলাম। বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়া’র আহবায়ক মোঃ সাহাব উদ্দীন, সদস্য সচিব লোহাগাড়া সদর ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাস্টার মোঃ ফারুক, চুনতি ইউনিয়ন প্রতিনিধি নুরুচ্ছফা চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সেক্রেটারি আবদুর রশিদ, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ ইফতেখারুল আজম টুটুল, প্রজন্ম লোহাগাড়ার সদস্য আরিফুল্লাহ চৌধুরী, প্রবাসী মোঃ হারুন, মোঃ খালেদ, নাঈমুল ইসলাম খোকা, সংবর্ধিত অতিথি নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম প্রমুখ।

সভায় আয়োজকেরা বলেন, আগামীতে মহান সাংবাদিকতা পেশার পবিত্রতা রক্ষা করে জনকল্যাণমুখী সেবা প্রদানে লোহাগাড়ার সাংবাদিক অঙ্গনকে কলঙ্ক ও পকেট কমিটিমুক্ত করতে প্রেসক্লাব’র সহিত সংশ্লিষ্ট সকল সাংবাদিককে আন্তরিক হওয়ার অনুরোধ জানান। অপরদিকে সংবর্ধিত অতিথিরা বলেন, তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সব সময় সচেষ্ঠ থাকবেন। এ’ব্যাপারে বক্তারা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। সভা শেষে আয়োজকেরা পুষ্পস্তবক দিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

0Shares

নিউজ খুজুন