লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে পুণরায় বাঁশখালী থেকে আটক করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম সাইফুল ইসলাম সজিব (৩৫)। সে কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ বলিপাড়ার নজির আহমদ’র পুত্র। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গত ৯ সেপ্টেম্বর তাকে কলাউজান ইউনিয়নের দক্ষিণ পাশের্^ বাহাদুর পাড়ার আবদুল আলম’র বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় জনগণ আটক করে থানায় সোপর্দ করেন। সে ৩ মামলার এজাহারনামীয় পলাতক আসামী। তার সম্পর্কে স্থানীয়রা জানান, সে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকার অনেক মানুষকে হয়রানি করেছে। স্বৈরচারী সরকারের পতনের পর সে আত্মগোপনে চলে যায়। কিন্তু জনগণের রোষানলে পড়ে উল্লেখিত সময়ে সে জনগণ কর্তৃক আটক হয়ে থানায় সোপর্দ হয়। যেদিন থানায় সোপর্দ হয়েছিল, সেদিনই কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে গিয়ে সে গা ঢাকা দেয়ে। এ অপরাধে অভিযুক্ত করে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ তৎকালীন ওসিসহ ৪ জনকে তৎক্ষণাৎ প্রত্যাহার করেন থানা থেকে। ওই সময় থেকে উক্ত পলাতক আসামী গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পান উক্ত পলাতক আসামীর অবস্থান বাঁশখালীতে। তথ্যসূত্রের ভিত্তিতে উল্লেখিত সময়ে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান’র নির্দেশে এসআই যথাক্রমে জালাল হোসেন, শরীফুর রহামন পিপিএম (বার), মাসুদ আলম, এএসআই এসএম রাশেদ সঙ্গীয় ফোর্সদের নিয়ে বাঁশখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির সহায়তায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে সজিবকে আটক করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানিয়েছেন।