লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলা প্রশাসনের সহিত বেসরকারি হাসপাতল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ.কাশেম ও সেক্রেটারি ডাঃ আখতার আহমদ, লোহাগাড়া মা-শিশু হাসপাতালে ভাইস চেয়ারম্যান আনছার উদ্দীন, লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের পরিচালক মৌলানা মাহমুদুর রহমান ও শাহাব উদ্দীন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালক রাশেদুল হক, লোহাগাড়া জেনারেল হাসপাতাল’র প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম, লোহাগাড়া মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চন দাশ, লোহাগাড়া আধুনিক হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেলাল উদ্দীন, পদুয়া এশিয়ান হাসপাতালের পরিচালক আবদুস শুক্কুর প্রমুখ।
অপরদিকে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে জাহাঙ্গীর আলম, মোঃ ফরহাদ, দয়াল দাশ, হাবিবুর রহমান সাগর, জয় দাশ, আরিফুল ইসলামসহ অন্যরা। সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান বলেন, লাইসেন্সবিহীন এবং আইন বহির্ভৃতভাবে কোন ধরণের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালানো যাবেনা। তিনি এ’ ব্যাপারে প্রত্যেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে আন্তরিক হয়ে আইন মোতাবেক স্ব-স্ব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন। অন্যথায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, উপজেলার প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক হতে হবে। অন্যথায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।