লোহাগাড়ায় ৫ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৬ মার্চ দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নস্থ ঠাকুরদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান।

তিনি জানান, পবিত্র রমজান মাসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর দাম স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ওই সময় পণ্য-সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এবং পাইকারি পণ্য-সামগ্রী ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মিয়া স্টোরকে ২ হাজার টাকা, মাস্টার স্টোরকে ১০ হাজার টাকা, হোসেন স্টোরকে ২ হাজার টাকা, মাওলানা স্টোরকে ৩ হাজার টাকা এবং সরওয়ার স্টোরকে ১ হাজার টাকাসহ ৫ ব্যবসায়ীকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন