লোহাগাড়ায় ৩ দোকানীকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানীকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ মার্চ বিকেলে উপজেলা আধুনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। তিনি জানান, মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ওই সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মোহছেন আউলিয়া স্টোর’র মালিক খোকন মহাজনকে ১০ হাজার টাকা, রাফিন স্টোর’র দোকানের মালিক নুরুল আবছারকে ১০ হাজার টাকা এবং সেলিম স্টোর’র দোকানের মালিক মোহাম্মদ সেলিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ দোকানের মালিককে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় মূল্য তালিকা প্রদর্শনকরণ ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা প্রভৃতি বিষয় নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন