লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ রাজঘাটা এলাকায় আরকান সড়কে সড়ক দূর্ঘটনায় জনৈক বাইক আরোহী নিহত হয়েছেন। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমাণিক ৯ টায় উক্ত সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম হাফেজ মাওলানা নাজিম উদ্দীন (৩৫)। তিনি আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি বারেক চৌধুরী পাড়ার নুরুল হক’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পাড়ার বাসীন্দা আজিমুল হক।

সূত্রে জানা গেছে, নিহত নাজিম উদ্দীন উল্লেখিত সময়ে মোটর সাইকেল যোগে পদুয়াস্থ বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা অর্থাৎ চট্টগ্রাম অভিমুখী একটি ডাম্পারের ধাক্কায় তিনি সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ প্রসঙ্গে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান’র সহিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন