লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় বাইক চালক নিহত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ রাজঘাটা এলাকায় আরকান সড়কে সড়ক দূর্ঘটনায় জনৈক বাইক চালক নিহত হয়েছে। ২১ সেপ্টেম্বর আনুমাণিক পৌণে ৪ টায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আমজাদ হোসেন (বাবু) (১৮)। সে আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ উত্তর হরিনা চৌধুরী পাড়া কালো মিকারের ৫ম পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই হেলাল উদ্দীন। তিনি জানান, উল্লেখিত সময়ে পদুয়া যাওয়ার পথে উক্ত এলাকায় একটি সিএনজি টেক্সির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়া তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মা-মণি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস প্রাথমিক থেকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওযার পথে আহত তাঁর ভাই মৃত্যুবরণ করে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে দোহাজারি হাইঃযে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান’র সহিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়টি তাঁকে কেউ অবগত করেননি।

0Shares

নিউজ খুজুন