লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ডাকাতদলের সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা,লোহাগাড়া : লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে এক ডাকাত দলের সদস্য আটক করা হয়েছে। গত ১৬ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার রশিদার পাড়ায় তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাতদলের নামঃ মোঃ নাছির (৩৮)।সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ চাকফিরানী এলাকার মৃত বশির আহমদের পুত্র।

লোহাগাড়ায় সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ মেজর আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টিম পাঠিয়ে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা হতে ডাকাত দলের সদস্য ইয়াবা সেবন অবস্থায় উল্লেখিত সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। উক্ত ডাকাতকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে তল্লাশি করে ১টি এক নালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ ও ১টি রানদমদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে চালিয়ে উক্ত ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং জড়িতদেরকে আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন