নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসের সূচনায় অর্থাৎ ২৫ মার্চ দিবাগত রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান, থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আলহাজ¦ আখতার আহমদ সিকদার, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। এ’ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পনে মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনঃ লোহাগাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। সকালে উপজেলা সদর লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই সময় কুচকাওয়াজ প্রদর্শনের মধ্য দিয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আখতার আহমদ সিকদারসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পাবলিক হলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ¦ আখতার আহমদ সিকদার, মুক্তিযুদ্ধ কালীন গ্রুপ কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহারস্বরূপ সম্মানী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান।