লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ যথাযোগ্য মর্যাদায় লোহাগাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের সূচনায় ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন। পুষ্পস্তবক অর্পন করেছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, পদুয়া বনরেঞ্জ কার্যালয়, লোহাগাড়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। অপর দিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব বিদ্যালয় চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বলে জানা গেছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর ইসলাম, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামসহ অন্যান্য।
বক্তারা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণণা করেন এবং প্রত্যেক ক্ষেত্রে মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে শহীদ দিবসের প্রতি সম্মান প্রদর্শন করা উচিৎ বলে তাঁরা মন্তব্য করেছেন।