লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :লোহাগাড়ায় মাদক সেবন করে গাড়ি চালানোর অপরাধে দু’যুবককে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। প্রত্যেকে ৭ দিন করে ২ জনকে ১৪ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিতরা হল যথাক্রমে উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার জমিদার পাড়ার মৃত আহমদ কবিরের পুত্র তৌহিদুল ইসলাম (১৭) এবং চন্দনাইশ উপজেলার দোহাজারি অলি বেগ বাড়ির ইছহাক ফকিরের পুত্র জাহাঙ্গীর আলম (৪০)। ৮ এপ্রিল বিকেল আনুমাণিক ৪ টায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ-সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দীন, উপজেলা পরিষদ কার্যালয়ে সিএ ইলিয়াছ রুবেলসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উল্লেখিত সময়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ-সার্কেলের একটি টীম যাত্রীবাহী বাস থামিয়ে মাদক সেবন করে গাড়ি চালানোর অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। তারা উভয় মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারামতে ১০ (চ) অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’যুবকে ৭ দিন করে মোট ১৪ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত ১ লিটার চোলাইমদ ধ্বংস করে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।