নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : রমজান মাসে পণ্য-সামগ্রীর বাজারদর স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে ভ্রাম্যমান আদালত। কার্যক্রমের ধারাবহিকতায় ১৯ মার্চ বিকেলে ভ্রাম্যমান আদালত লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ মার্কেটে অভিযান চালিয়ে ৮ দোকানীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান জানান, মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট আইন অমান্য করায় ওই সময় এশিয়া গার্মেন্টস দোকানের মালিক মোহাম্দ আবছারকে ৫ হাজার টাকা, রাজস্থান দোকানের মালিক মোহাম্মদ নাজিমকে ২০ হাজার টাকা, মনে রেখ দোকানের মালিক মোস্তাক আহমদকে ৫ হাজার টাকা, দুবাই জোন দোকানের মালিক মোহাম্মদ ইউনুচকে ২ হাজার টাকা, শৈশব দোকানের মালিক মোহাম্মদ নাজমুলকে ২ হাজার টাকা, দুবাই বোরকা হাউজ দোকানের মালিক মোহাম্মদ শওকতকে ১০ হাজার টাকা, চমক শাড়িজ দোকানের মালিক মোস্তফা কামালকে ৫ হাজার টাকা ও মোহাম্মদীয়া শাড়ি দোকানের মালিক আবুল বাসারকে ৩ হাজার টাকাসহ সর্ব মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মূল্য তালিকা প্রদর্শনসহ পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা দেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতে আরো জোরদারভাবে চলবে বলে তিনি জানিয়েছেন।