লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়া সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্বরণে গত ৫ অক্টোবর অগ্রগ্রাহী ক্লাবসহ ৬টি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে বৃক্ষচারা বিতরণ ও স্থানীয় সড়কসহ তৎসংলগ্ন খালি জায়গায় বৃক্ষচারা রোপন করেন। ৪ অক্টোবর ইউনিয়নের মুন্সেফ বাজার চত্বরে কর্মসূচীর অংশ হিসেবে মাহফিল-ই-ইনকিলাব অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদদের স্বরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ শ্রদ্ধা জানানো হয়েছে। পরে অজ্ঞাত কারণে কতিপয় ব্যক্তি এহেন মহতী উদোগে বাঁধা দেয় এবং অকথ্য ভাষায় গাল-মন্দ করে বলে থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে।
এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ৫ অক্টোবর রোপনকৃত গাছের চারাগুলো নষ্ট করে দেয়। এ’ব্যাপারে গোলামবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহাব উদ্দীন, অগ্রগ্রাহী ক্লাবের অভিভাবক পরিষদের সদস্য আবু হুরাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অগ্রগ্রাহী ক্লাবের মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাদ উদ্দীন নোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃদানকারী ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হোসাইন মাহমুদ তামিম প্রমুখ ব্যক্তিরা ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় আবু হুরাইরা বাদী হয়ে ৩ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, বৃক্ষ চারা নষ্ট করার ব্যাপারে অভিযোগ পত্র পেয়েছেন। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।