।লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ লোহাগাড়ায় কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের পূর্নবাসন প্রকল্প কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯ হাজার ৪ শত ৬০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। তন্মধ্যে রবি প্রনোদনা ৪শত ৭০ জন, উফশী সবজি পূর্নবাসন ৫শত জন, হাইব্রিড সবজি পূর্নবাসন ১ হাজার ৫শত জন, উফশী বোরোধান পূর্নবাসন ৩ হাজার ৭শত ৯০ জন, হাইব্রিড বোরোধান পূর্নবাসন ৩ হাজার ২শত জন উপকৃত হয়েছেন। চলামান কর্মসূচীর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর উপজেলা কৃষি অফিস চত্বরে কলাউজান ইউনিয়নের ৪০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি সার ও বীজের মধ্যে সরিষা, ফেলন, পেঁয়াজ, গম, মুগডাল ও ভুট্টা প্রভৃতি রবি প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফসার মোঃ ইনামুল হাছান। উপস্থিত ছিলেন কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম ও কৃষি অধিদপ্তরের উপ-পরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।