নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ তাসমিন হাসান সাজিদ (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার সদর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সাজিদ উপজেলার আধুনগর ইউনিয়নের মো: আজাদের পুত্র। সে ছোটবেলা থেকে তার নানা আবুল হোসেনের বাড়িতে থেকে পড়ালেখা করছিল।
নিহতের নানা আবুল হোসেন জানান, প্রতিদিনের মত সে মাদরাসা থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে খেলার জন্য বের হয়। হঠাৎ মাদরাসা এলাকায় একটি শিশু পুকুরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং ওইখান থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আনিকা জানান, একটি শিশুকে আনা হয়েছিল। হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
পাঠক সংখ্যাঃ ১২৭
0Shares