উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘীর পাড়স্থ বারেক চৌধুরী পাড়ায় গাছ কাটতে গিয়ে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর সকাল আনুমাণিক সাড়ে ১১ টায় এ
দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ ইসমাঈল (৪০)। তিনি উপজেলার কলাউজান রসুলবাদ পাড়ার মৃত মোজাহার মিয়া’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ হোসেন। তিনি জানান, ঘটনারদিন সকালে ওই এলাকার হোসাইন নামে এক জনের গাছের ডাল কাটছিল। ওই সময় একটি ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বৈদ্যতিক শর্টে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে গাছ থেকে মৃত অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।এ প্রসঙ্গে থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক সংখ্যাঃ ৬৩
0Shares