লোহাগাড়ায় বিএনপি’র বৃক্ষচারা রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি। ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা। উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট শফিকুল আলম লিটন’র সভাপতিত্বে চারা বিরতণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়াইবুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রিয়াদ হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মমতাজুর রহমান, চরম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সায়েম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সভাশেষে চরম্বার একটি বিদ্যালয় চত্বরে বৃক্ষচারা রোপন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

0Shares

নিউজ খুজুন