লোহাগাড়ায় বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ  লোহাগাড়া উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে আমিরাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি । ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে এক কর্মী সভা। সভায় সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাহাব উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী। সাবেক ছাত্রদল নেতা মোঃ সেলিম উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক যথাক্রমে এডভোটেক আবু তাহের, সিরাজুল ইসলাম ও নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সরওয়ার আক্তার, আধুনগর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইমামুল আবেদীন চৌধুরী রিপন, পুটিবিলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুল আলম জিকু, কলাউজান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম সিকদার, সদর ইউনিয়ন লোহাগাড়া বিএনপি’র সদস্য সচিব শহীদুএল আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলা উদ্দীন বাচ্চু, চরম্বা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সৈয়দ হোসেন মেম্বার,পদুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোবারক হোসেন বাবু, চুনতি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব হাফেজ আহমদ, পুটিবিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দেলোয়ার হোসেন চৌধুরী, কলাউজান ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিক উদ্দীন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যান্ত তাৎপর্যপূর্ণ। ওই দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সকল শ্রেণীর মুক্তিকামী জনতা রাজপথে নেমে এসেছিলেন। ওই দিন মহা-সংকটময় মুহুর্তে দেশের সৈনিক ও জনতা আন্দোলনের মাধ্যমে ক্ষমতার দৃশ্যপট পরিবর্তন করে জাতিকে দূর্দশামুক্ত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এগিয়ে আসেন। এরপর থেকে দিবসটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। বর্তমানে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিবর্তন হয়েছে। তাই এবার বিএনপি অতীব গুরুত্বসহকারে দিবসটি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা আহবান জানান। যে কারণে দলের সকল নেতা-কর্মী ওসমর্থকদেরকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় স্বৈরচারমুক্ত বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

0Shares

নিউজ খুজুন