লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনলকালে বিএনপি নেতার আর্থিক অনুদান হস্তান্তর

লোহাগাড়াঃ থেকে মোঃ ইউসুফ : আনন্দঘন উৎসবমুখর পরিবেশে লোহাগাড়ায় ১ শত ১১ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক নিরাপত্তায় প্রশাসন, সেনাবাহিনী, আনসার ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সাথে পূজা মন্ডপ পরিদর্শনে মন্দির কর্তৃপক্ষের সাথে কুশলাদি বিনিময় করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। গত ১১ অক্টোবর সন্ধ্যার পর থেকে উপজেলার আধুনগর ও কলাউজান ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আসহাব উদ্দীন চৌধুরী। ওই সময় সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সদর ইউনিয়ন লোহাগাড়া বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শহিদুল আলম, কলাউজান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম,সদস্য সচিব মিয়া মোঃ রফিক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলাউদ্দীন বাচ্চুসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মীরা।

 

উল্লেখ্য, পূজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা আসহাব উদ্দীন চৌধুরী বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

0Shares

নিউজ খুজুন