লোহাগাড়ায় পানিতে ডুবে ২ যমজ সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদারঘোণা এলাকাধীন পল্লানের পাড়ায় পুকুরের পানিতে ডুবে ২ যমজ সন্তানের মৃত্যু ঘটেছে। ২৪ মে দুপুর আনুমানিক দেড়টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে। নিহত ২ যমজ শিশুরা হল ওই এলাকার বাসীন্দা আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন। তারা যমজ ভাই। তাদের প্রত্যেকের বয়স প্রায় সাড়ে ৩ বছর। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচা এনামুল হক জানান, নিত্যদিনের মতো আবির ও আদিল বাড়ির সামনের উঠানে উল্লেখিত সময়ে খেলা করছিল। খেলার সময় তারা সকলের অজান্তে বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা ছেলে দুই জনকে দেখতে না পেয়ে তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্বজনেরা ওই যমজ ২ সন্তানকে পুকুরের পানিতে ভাসতে দেখে শোর-চিৎকার করলে পরিবারের সদস্যরা পানিতে নেমে উক্ত ২ শিশুকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওইখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ২ জনকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা ২ শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যান।

0Shares

নিউজ খুজুন