লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ লোহাগাড়ায় ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল বেলা আনুমানিক ১২ টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ ৮ নং ওয়ার্ডের সুখছড়ি শাইরা পাড়ায়। নিহতরা হল আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকার কামার দিঘী পাড়স্থ নতুন পাড়ার প্রবাসী মোঃ পারভেজ’র মেয়ে তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) ও তার ভাই তানজিমুল ইসলাম রাফি (৭)। তাঁরা উভয়ই কামার দিঘী পাড়স্থ নুরানী মাদরাসার শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ মামুন উদ্দিন।

সূত্রে প্রকাশ, উল্লেখিত ভাই-বোন ২ জন ২ এপ্রিল মাতার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন উল্লেখিত সময়ে তারা ২ জন সবার অজান্তে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাদেরকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ম্বজনেরা। ওইখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে নিহতদের চাচি উম্মে সালমা জানান, তানজুম ও রাফি গত ২ এপ্রিল তাদের মা’র সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। ওইখানে পুকুরের পানিতে ডুবে উভয়ই প্রাণ হারায়। তাদের ২ জনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন