লোহাগাড়ায় নাগরিক কমিটির মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা 

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্কে এ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী।

সভায় নির্বাচনী বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, একটি সুন্দর, মাদকমুক্ত লোহাগাড়া গড়তে আপনাদের সকলের সহযোগীতা চাই। আপনাদের সহযোগীতা ছাড়া এগিয়ে যেতে পারবেননা। লোহাগাড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগীতা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে গণমূখী, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে করার জন্য কঠোর ভাবে পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোক অতীতের লোভ নিয়ে আর্ভিভাব হয়েছে। মানুষকে ভয়ভীতি দেখার চেষ্ঠা চালানো হচ্ছে। এবারে নির্বাচনে কোন ধরণের ভোটার কারচুপি হবেনা। তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা অনেকেই প্রশ্ন করেছেন। জবাবে তিনি মাঠে থাকবেন বলে আশ্বাস দেন ।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন,এলাকাবাসীদের হতাশ হওয়ার কোন কারণ নেই, তিনি লোহাগাড়াবাসীর পাশে থাকবেন। নির্বাচনে মাঠে থাকবেন। তিনি এজন্য লোহাগাড়ার মানুষের সহযোগীতা চাই। আপনাদের সকলের সমর্থন পেলে তিনি আশা করছেন ,আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিক কাইছার হামিদ`র সঞ্চালনায় মতবিনিময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া ঠিকাদার সমিতির সভাপতি নুরুল আলম জিকু,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক আবদুল মালেক, যুগ্ন আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আবদুল মন্নান, ব্যবসায়ী মহি উদ্দিন ভুট্ট,আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক রুবেল,চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবাহান,মাওলানা ফরিদুল আলম,আবু বক্কর মেম্বার,আধুনগর ফার্নিচার ব্যবসায়ী পিপলু বড়ুয়া,যুবলীগ নেতা মততাজ উদ্দিন, যুবনেতা নুরুল আলম, যুবনেতা ইনজামামুল হক চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন