লোহাগাড়ায় দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুৃফ : লোহাগাড়ায় জনৈক প্রবাসীর স্ত্রী আনছার খানম তাঁর স্বামী নুরুল কাদের’র নামে ক্রয়কৃত ৭ শতক জায়গার কিছু অংশ জনৈক মোঃ তৌহিদুল হক জোরপূর্বক দখল করার চেষ্টার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। গত ২০ জুন সকাল ১১ টায় বটতলী মোটর ষ্টেশনস্থ হালাল ডাইন রেষ্টুরেন্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অপরদিকে উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মোঃ তৌহিদুল হক ২১ জুন সকাল ১১ টায় পুরাতন থানা রোডস্থ তাঁর নিজস্ব কার্যালয়ে অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ২০ জুন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত প্রবাসীর স্ত্রী আনছার খানম। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর স্বামীর নামে ক্রয়কৃত জায়গার সীমানা প্রচীরের এক প্রান্তের কিছু অংশ ও অন্য প্রান্তের গেইট ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে এবং লোহার গেইটটি চুরি করে নিয়ে যান তৌহিদুল হক গং। এ ব্যাপারে তিনি ১৪ জুন তৌহিদুল হকসহ ৬ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু তৌহিদুল হক আইন-কানুন তোয়াক্কা করছেন না বলে তিনি তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
অপরদিকে প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মোঃ তৌহিদুল হক’র আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান। তৌহিদুল হক তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রতিপক্ষ আনছার খানম সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ উল্লেখ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে,বানোয়াট ও ভিত্তিহীন। তিনি জোরপূর্বক অবৈধভাবে আনছার খানম’র স্বামীর জায়গার কিছু অংশ দখল করার জন্য কোন ধরণের চেষ্টা চালাননি। স্থানীয় জনগণ, দোকানদার ও পথচারী কেউ এ ধরণের ঘটনা ঘটেছে বলে প্রমাণ দিতে পারবেননা। তিনি তাঁর লিখিত বক্তব্যে আরো বলেন, প্রতিপক্ষ আনছার খানম গত ১৯-৫-২০২৪ ইং তাং আদালত থেকে ফৌজধারী কাঃবিঃ ১৪৫ ধারার একটি মামলার কপি এনে থানায় হস্তান্তর করেন। আদালতের ওই অভিযোগপত্রে তাঁকে বিবাদী করা হয়নি। এ ছাড়া গত ১৪/৬/২০২৪ ইং তারিখ তাঁকেসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিপক্ষ আনছার খানম পুণরায় অপর একটি অভিযোগপত্র থানায় দায়ের করেছেন। উক্ত অভিযোগটি বর্তমানে এ.এস.আই ইকরামুল হকের হাতে রয়েছে, যা ২০/৬/২০২৪ ইং তারিখ সন্ধ্যার পর থানায় উভয় পক্ষের বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকে তিনি যথাসময়ে থানায় উপস্থিত হন। কিন্তু অভিযোগকারী আনছার খানম বা তাঁর পক্ষের কেউ বৈঠকে উপস্থিত হননি বরং প্রতিপক্ষ আনছার খানম একই দিন সকাল আনুমানিক ১১ টায় বটতলী মোটর ষ্টেশনস্থ হালাল ডাইন রেস্টুরেন্ট মিলনায়তনে তাঁকে অবৈধ দখলদার উল্লেখ করে তাঁর মান-সম্মানহানিকর লিখিত বক্তব্য পাঠে একটি সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া প্রতিপক্ষ আনছার খানম তাঁর লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেছেন যে, গত ১৭/৬/২০২৪ ইং তারিখ ঈদ-উল-আজহার রাতের অন্ধকারে তিনি দলবল নিয়ে তাঁর স্বামীর ক্রয়কৃত জায়গার চারপাশে দেয়া সীমানা প্রাচীরের এক প্রান্তের কিছু অংশ এবং অন্য প্রান্তের গেইট ভেঙ্গে ক্ষতিসাধন করি। উক্ত অভিযোগটি সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। উক্ত জায়গা সংলগ্ন স্থানে পাড়া-প্রতিবেশীরা ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকমাস পূর্বে জনসাধারণ সর্বসম্মতিক্রমে প্রায় ৪ শত ৫০ ফুট দীর্ঘ একটি নালা নির্মাণ করেছেন। নালার উপরে ব্লক বসাইয়ে সমতল করায় উক্ত নালাটি সর্বসাধারণের চলাচলের পথ হিসেবে ও ব্যবহৃত হয়ে আচ্ছে। এতদসংক্রান্ত বিষয়ে তাঁর অবৈধ কোনো লোভ-লালসা নেই বলে বক্তব্যে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, উক্ত প্রতিপক্ষ অন্য কারও ইশারা-ইঙ্গীতে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার কু-উদ্দেশ্যে এহেন মিথ্যে ও বানোয়াট তথ্য প্রচারে উৎসাহিত হয়েছে। যেহেতু, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং দীর্ঘ বহু বছর যাবৎ সততা ও সুনামের সহিত আওয়ামী যুবলীগের রাজনীতি করে আসছি।

0Shares

নিউজ খুজুন