লোহাগাড়ায় ডাকাত দলের সদস্য স্বামী-স্ত্রী আটক, অস্ত্রশস্ত্র ও মালামাল উদ্ধার

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ :  লোহাগাড়ায় ডাকাত চক্রের ২ সদস্য স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। ওই সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ২ টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি, নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, স্বর্ণালংকার ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ২১ জুন দিবাগত রাত সাড়ে ১২টার আমিরাবাদ বাজার থেকে চুনতি বাজারের দিকে যাওয়ার সময় আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পূর্ব পার্শ্বে পুলিশ সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে উল্লেখিত অস্ত্রশস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হল মো: মঞ্জুর আলম (৫১)। সে বাঁশখালী থানার শেখেরখীল গুলুল্যাখালী মাইজ পাড়ার মোঃ ইউনুচ’র পুত্র। মঞ্জুর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

প্রেসবিজ্ঞপ্তিমূলে জানা গেছে, তারা ডাকাতের সহযোগীতায় বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে এবং গত ১৯ বৃহস্পতিবার রাতে পটিয়া থানা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করেছিল। ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা লুটপাটের জিনিসপত্র আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোঁপের মধ্যে লুকিয়ে রেখেছিল। পরে সুযোগ বুঝে স্ত্রীর সাহায্যে সেগুলো নিতে যাচ্ছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, চুনতি এলাকায় পুলিশের অভিযানের খবর পেয়ে তারা ঘটনাস্থলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করছিল। ওই সময় পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশী করে অস্ত্রশস্ত্র ও মালামালসহ উক্ত ডাকাতদের থানা হেফাজতে নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন