লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। নতুন বছরের শুরুতেই তারা বিনামূল্যের নতুন পাঠ্য বই পেয়ে আনন্দতি হয়ে বই হাতে বাড়ি ফিরে আনন্দ খুশীতে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ১ জানুয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে বই বিতরণোৎসবের এহেন দৃশ্য দেখা গেছে। ওই সময় দেখা যায় উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা বই হাতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। শিশু শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠাণিকভাবে বই বিতরণ করেছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ মাষ্টার অনুব্রত পাল, পরিমল,বন্ধনা চৌধুরী, মোঃ ইউনুচ, সৌভন দাশ গুপ্তা, মোঃ সৌরভ হোসেন, মোঃ ফখরুল আলম,মিল্টন প্রমুখ। একই সময় দেখা গেছে পাশর্^বর্তী উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশু শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পেয়ে আনন্দ খুশীতে উল্লাস করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস অন্যান্য শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে দেলোয়ার হোসেন,মোহাম্মদ আবুল মনছুর,ইলা চৌধুরী, শিল্পী চক্রবর্তী, সুমন মজুমদার, শিবলী চৌধুরী, প্রিয়াংকা দত্ত ও মিজানুর রহমান প্রমুখ শিক্ষকদের সাথে নিয়ে শিশু শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন। পরিদর্শনকালে আরো দেখা গেছে উপজেলা পদুয়া ইউনিয়নস্থ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। দূর-দূরান্তের পাড়া-গাঁয়ের জ্ঞান পিপাসু শিশু শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ-প্রেরণায় বিদ্যালয় চত্বরকে মুখরিত করে তোলে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস ছোবহান, প্রধান শিক্ষক রফিক উদ্দীন শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে রিটন বিশ^াস, ছাবের আহমদ প্রমুখ শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তোলে দেন।