লোহাগাড়ায় চলন্ত ট্রেনের নীচে পৃষ্ট হয়ে ১ ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া উপজেলাধীন আধুনগর ইউনিয়নের সর্দানী পাড়া সংলগ্ন ডলু নদীর পার্শ্বে রেল লাইনে চলন্ত ট্রেনে পৃষ্টে হয়ে ১ ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ১৯ মে দুপুর আনুমানিক দেড়টায় ক·বাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। নিহতের নাম মোঃ বাদশা (৫০)। তিনি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার মজিদার পাড়ার মৃত রজিউল্লাহ’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার জিনাত রেহেনা।

সূত্রে জানা গেছে, লোকটি ট্রেন আসার পূর্ব থেকে ঘটনাস্থলে রেল লাইনের উপর শু’য়ে থাকছিলেন। পরে দ্রুতগামী চলন্ত ট্রেনের নীচে পৃষ্ট হয়ে তাঁর দেহটি ছিন্ন-বিচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় জনগণ ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন জানিয়েছেন। নিহত বাদশা দীর্ঘদিন প্রবাসে জীবন অতিবাহিত করেছেন।

বর্তমানে দেশের গ্রামের বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে যাচ্ছিলেন। তবে, তিনি বিভিন্ন সময় পারিবারিক কলহের জেরে চিন্তিত হয়ে অসহায়ভাবে চলাফেরা করতেন বলে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন। তাই স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি ট্রেন আসার পূর্বে রেল লাইনের উপর অবস্থান নিয়ে আত্মহত্যা করেছেন।

0Shares

নিউজ খুজুন