লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা-এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে লোহাগাড়া উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক পুষ্পেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দুর্নীতিবিরোধী র‌্যালী কর্মসূচীর অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দালনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক ও আমিরাবাদ ইউয়িনয় জামায়াতের নায়েবে আমীর কাজী নুরুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা আবু সেলিম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাস্টার মাহাবুবর রহমান, স্বপ্না দেবী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে আগ্রহসহকারে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে দূর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তরে যাতে গ্রাহক ভোগান্তি না হয় সেদিকে নজর দিতে হবে এবং একই ভাবে প্রতিটি বিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মাঝে দূর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি করতে হবে।

সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

0Shares

নিউজ খুজুন