লোহাগাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গত ১৩ নভেম্বর দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারিস্তা করিম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোঃ মঈনুদ্দীন ফয়সল। সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, বনরেঞ্জ কর্মকর্তা, পুলিশ বাহিনী, বনবিট কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডস্থ ভাল্লুকের পাড়ায়, একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ জঙ্গলী পীর পাড়ায়, পুটিবিলা ইউনিয়নের সুলতান শাহ এলাকায় তিনটি স্পটে, চরম্বা ই্উনিয়নে ৩ নং ওয়ার্ডস্থ সিকদার পাড়া প্রভৃতি এলাকায় পাহাড় কাটছে কতিপয় দূর্বৃত্ত। পরে উপজেলা প্রশাসন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। তবে ঘটানাস্থলে উপস্থিত কাউকে পাওয়া যায়নি। এরপরও পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0Shares

নিউজ খুজুন